সাতক্ষীরায় মানবপাচারের শিকার জনগোষ্ঠীর সাথে পরামর্শমূলক এক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় মানব পাচার থেকে বেঁচে যাওয়া পুরুষ ও নারীদের অর্থনৈতিক একীকরণ নিশ্চিত করতে স্টেকহোল্ডারদের সাথে পরামর্শমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে অগ্রগতি সংস্থার আয়োজনে সাতক্ষীরা পিজ্জা মিলানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরামর্শমূলক আলোচনা করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, নাসিবের সভাপতি নাজমুস সাকিব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সনজিৎ কুমার দাশ, সাতক্ষীরা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মিজানুর রহমান, চিম্বার অফ কমার্স এর পরিচালক শায়েদ শাহিনুর আলী, বিসিকের ডেপুটি ম্যানেজার গৌরব দাশ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
সভায় আলোচকরা বলেন, মানব পাচারের শিকার হচ্ছেন নারী-পুরুষ সবাই। বিশেষ করে তরুণেরা। কেননা তরুণেরাই বিদেশে যেতে আগ্রহী। মানব পাচারের শিকার কিশোরীদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের আছে। মানবতার খাতিরে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছি, ট্রমা থেকে বের করার জন্য কাউন্সেলিং করার উদ্যোগ নিচ্ছি। স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। তাঁদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করেছি এতিমধ্যে। আমাদের সমাজের অবস্থা সবাই জানেন। সমাজে এবং পরিবার তাঁরা যেভাবে নাজেহাল হন, তা অবর্ণনীয়। পাচার রোধে গণসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। সেখানে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তাঁদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এনজিওগুলোর সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এ ব্যাপারে সরকারি-বেসরকারি সম-অংশীদারত্বের জায়গা তৈরি করাও গুরুত্বপূর্ণ।
তরুণদের স্বপ্ন দেখাতে হবে। তাঁদের কাজের জায়গা দিতে হবে। যদি তরুণদের জন্য স্বপ্নের জায়গা তৈরি করি, দক্ষতা বৃদ্ধি করতে পারি, তাহলে কর্মসংস্থানের জায়গা আরও বড় হবে।
অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরায় মানব পাচার থেকে বেঁচে যাওয়া পুরুষ ও নারীদের অর্থনৈতিক সাবলম্বী হওয়ার গল্পের ভিডিও চিত্র দেখানো এবং তাদের বর্তমান জীবনের গল্প শোনা হয়।