তালায় প্রধান শিক্ষক অসীম দাশের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
Post Views:
১,৪৫৮
তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসীম কুমার দাশের বিরুদ্ধে অনিয়ম দূনীতির অভিযোগ উঠেছে। জানা গেছে অসীম কুমার দাশ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে দূনীতির আখড়া খানায় পরিনত হয়েছে।নাম না জানানো শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রায় বছর খানেক আগে বিদ্যালয়ের নৈশ পদে নিয়োগের জন্য স্থানীয়রা বাসিন্দা আসাদের কাছ থেকে ৬লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেন। একই এলাকার আতাউর রহমানের কাছ থেকে ১৩লক্ষটাকার বিনিময়ে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ সহমোট অর্ধ কোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া টাকার বিনিময়ে ইচ্ছমত ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তৎকালীন আওয়ামীলীগ নেতার হওয়ার সুবাদে বিরোধী দলীয় শিক্ষকদের সাথে চালিয়েছেন।আসাদুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বারাত মনোহার পূর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
অসীম দাশ ইসলামকাটি ইউনিয়নের আ”লীগের গুরত্বপূর্ন দ্বায়িক্ত পালন করে আসছিলেন।বছর খানেক আগে ফ্যাসিষ্ট সরকারের দোসরদের যোগসাজশে অর্ধকোটি টাকা নিয়োগ বানিজ্য করেছে।তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদ্যালয়ের অনেক শিক্ষক হয়েছে রোশের স্বীকার। এছাড়া পুলিশ দিয়ে বিরোধী দলীয় নেতাদের দমনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সাবেক এক সদস্য জানান,গত ৫তারিখে আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষজ অবৈধ ভাবে এক অভিভাবক কমিটি গঠন করেন।বর্তমান সময়ে ফ্যাসিষ্ট সরকারের দোসরদের সাথে গোপনে হাতি মিলিয়ে ভূয়া অভিভাবক বানিয়ে নিবার্চনের পায়তারা চালাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অসীম কুমার দাশ জানান, আমি কোনভাবে নিয়োগ বানিজ্যের সাথে জড়িত নই।তবে বিদ্যালয় উন্নয়ন ফান্ডের টাকার বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে সাংবাদিককে ম্যানেজের ব্যার্থ চেষ্টা করেন। তালা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, বিষয়টি খোজ নিচ্ছি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।