প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১১আক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায়”তুমি বের হয়ে হয়ে যাও মামলা নেওয়া হবেনা” শিরোনামে ছাত্রদল নেতাদের সহ পাটকেলঘাটা থানার ওসিকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হল নোয়াকাটি এলাকার ইলিয়াস সরদার হামদান পরিবহনে সুপারভাইজার পদে চাকুরি দেওয়ার নাম করে ৪০হাজার টাকা নেয় কাশিপুর গ্রামের আব্দুল ছালামের কাছ থেকে। পরে ওই টাকা নিয়ে টালবাহান শুরু করলে কুমিরা বাজারে পাশে এক শালিশী বৈঠক অনুষ্ঠিত হয় । ওই দিন ছালামের টাকা ফেরত দেওয়ার জন্য ইলিয়াস স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ১০তারিখে ৪০হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে সাদা চেকের স্বাক্ষরিত দুটি পাতা দেয়। পরে টাকা না দিয়ে ঘটনাটি ভিন্ন খাদে প্রবাহিত করার জন্য মুল ঘটনা আড়াল করে স্থানীয় ছাত্রদল নেতা রিজভী আহমেদ, আবির হোসেন, শিমুল, নাজমুল, সিরাজের সুনাম নষ্ট করার জন্য তাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে থানায় অভিযোগ দেয়।পরে বিষয়টু নিয়ে দৈনিক সাতনদীতে সংবাদ প্রকাশ করে।যেটি সম্পূর্ন বানোয়ট ও ভিত্তিহীন। ঘটনার দিন পাটকেলঘাটা এলাকার একাধিক সুত্র জানায়, ছাত্রদল নেতা রিজভি আহমেদ ঘটনার সময় শ্যামনগরে উপস্থিত ছিলেন। এদিকে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ইলিয়াস সরদার থানায় অভিযোগ দিলে তার ঘটনা তদন্ত করার জন্য একজন এস আইকে নিয়োগ দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে মিল পাওয়া যায়নি। পরে বাদির সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে থানায় আসার অনুরোধ জানানো হলে তিনি পরবর্তী হাজির হননি।
এমন মিথ্যা সংবাদের পর ছাত্রদল নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই প্রকৃত ঘটনার সত্যতা জানার ক্ষেত্রে এবং সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের আরো যত্নবান হওয়ার অনুরোধ করা গেল ।
প্রতিবাদকারী
রিজভী আহমেদ
সভাপতি, পাটকেলঘাটা থানা ছাত্রদল