আশাশুনিতে কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নেতৃবৃন্দ বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেনর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডল পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, বুধহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমেদ ঢালী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি আব্দুল করিম ঢালী, সেচ্ছাসেবক দল নেতা মিলন হোসেন, কাদাকাটি ও বুধহাটা ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।