ভারতের মুখোমুখি আজ বাংলাদেশ
লাইফস্টাইল ডেস্ক: ভারত সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে দিল্লিতে স্বাগতিকদের হারিয়ে টি-২০ সিরিজে সমতায় ফিরতে চায় টাইগাররা। যদিও ব্যাটে-বলে পারফরম্যান্সের উন্নতি ঘটানোই এখন লাল-সবুজদের সামনে কঠিন চ্যালেঞ্জ।দিল্লিতে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারে থাকবে র্যাবিটহোল।ব্যাটিং সহায়ক উইকেটে গোয়ালিয়রে বাংলাদেশ ১৯.৫ ওভারে ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। মারমুখী ব্যাটিংয়ে ভারত ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয়। এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের সম্মুখীন টাইগার বোলাররা ক্রিকেট ইতিহাসে খুব কমই হয়েছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, তাতে সলের সবার মানসিক বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য যুক্তি দেখিয়েছেন, প্রথম ম্যাচে তারা যেমন খেলেছে এর থেকে তারা ভালো দল।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ভালো করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি, আমরা এত খারাপ দল না। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’বাংলাদেশ এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার কাছে বাজেভাবে হেরেছিল। সাদা বলের ক্রিকেটেও বিবর্ণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি। টি-২০ ফরম্যাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ১৫ বারের দেখায় ১৪ বারই হারের মুখ দেখতে হয়েছিল। একমাত্র জয়টি দিল্লিতে এসেছিল। সেই সুখস্মৃতি হতে পারে সফরকারীদের অনুপ্রেরণা।