কারামুক্ত হলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী
ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলগাঁও থানার চারটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গ্রেফতার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোর্শেদ আলম শাহীন।মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এর আগে আজ মঙ্গলবার রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়েন সাবের হোসেন চৌধুরী। গতকাল সোমবার বিএনপি কর্মী মকবুল হত্যামামলায় সংশ্লিষ্টতার জেরে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।