সাতক্ষীরায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিনিধি :
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও (শিক্ষাও আইসিটি) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, সহকারি কমিশনার (শিক্ষাও আইসিটি) মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, আব্দুল করিম বালিকা বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস, পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিন, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।সাতক্ষীরায় ১৫ ও ১৬ অক্টোবর দু’দিনব্যাপী ৫১তম সমকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।