শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নেয়ার প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, এ প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার সিবিএস চ্যানেলে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কি না? জবাবে কমলা বলেন, ‘ইউক্রেনকে ছাড়া এই ইস্যুতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয়। নিজেদের ভবিষ্যত নিয়ে কথা বলতে ইউক্রেনকে আলোচনায় রাখতে হবে।’
এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যেকোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। এবার সে পথেই হাঁটার ইঙ্গিত দিলেন কমলা।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নভেম্বরের অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচন ঘিরে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। সিবিএসের ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন কমলা।
মার্কিন ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছাতে নির্বাচনী সভার পাশাপাশি টেলিভিশন, রেডিও ও বিভিন্ন পডকাস্টে বক্তব্য দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন কমলা। বিভিন্ন জরিপে কমলা জনপ্রিয়তায় ট্রম্পের থেকে এগিয়ে রয়েছেন।