আশাশুনিতে কৃষক কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন এগিয়ে নিতে কৃষক/কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় একদিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতি: উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) জামাল উদ্দীন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এইডি আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।