আশাশুনিতে জলাবদ্ধতা রোধে বেতনা নদীর বাঁধ অপসারণ
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বুধহাটা, কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বেতনা নদীর বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন উপস্থিত থেকে বাঁধ অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। নদীটি পূর্ণ খননের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নদীর বিভিন্ন স্থানে আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে পানি আটকে খনন কাজ করছে। বৃষ্টি মৌসুম শুরুর পর অনেক স্থানে বাঁধ কেটে দেওয়া হলেও বুধহাটা-বাহাদুরপুর গ্রামের কাছে আড়াআড়ি বাঁধে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়নি। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে প্রয়োজনীয়তা উপলব্ধি করে নদীর বাঁধ অপসারণের উদ্যোগ বাস্তবায়নে নামেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বাঁধ কেটে দেওয়ায় এলাকার পানি নদী দিয়ে দ্রুত নেমে যেতে শুরু করেছে। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাফুদদৌলা, রাজস্ব সার্ভেয়ার আব্দুস সেলিম, বুধহাটা ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মজিদ, পুলিশ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: