বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত
স্পোর্টস ডেস্ক:
ভারত সফরে গিয়ে টেস্টে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজটা হেরেছে ২-০ ব্যবধানে। সে দুঃখ ভুলে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা। এ ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত।
পিঠের চোটের কারণে ভারত স্কোয়াড থেকে ছিটকে গেছেন শিবাম দুবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এটি নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারের। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তিলক ভার্মা। বিসিসিআই জানিয়েছে, আজ রোববার সকালে গোয়ালিয়রে দলের সঙ্গে যোগ দেবেন ২১ বছর বয়সী এ অলরাউন্ডার।
এর আগে গত ফেব্রুয়ারিতে সাইড স্ট্রেইনে মুম্বাইয়ের রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলা হয়নি দুবের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এ দলের সদস্য ছিলেন দুবে।
দুবের পরিবর্তে ডাক পাওয়া তিলক ভার্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন। তবে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে আফগানিস্তান সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচের ক্যারিয়ারে ১৩৯.৪১ স্ট্রাইকরেটে ৩৩৬ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন তিলক ভার্মা।
ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদ্বীপ সিং, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।