৮ দফা দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট;দেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত নির্যাতন, মঠ-মন্দির-ঘরবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, জমি দখলসহ সব অত্যাচারের প্রতিবাদ এবং ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ।শুক্রবার রংপুর মহানগরীর টাউন হল মাঠে সংগঠনের সমন্বয়ক মানিক চৌধুরী জয়ের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।টাউন হলের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রংপুর শহরের সিটি বাজার, পায়রা চত্বর, প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সংগঠনের সমন্বয়ক দীপঙ্কর দীপঙ্কর ভট্টাচার্য, রবীন্দ্রনাথ সরকার, সুজন কুমার দত্ত, দেবাশীষ চন্দ্র সরকারসহ শতাধিক নেতাকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, রংপুরের লাহেরিরহাট শাবাজপুর সুতারপাড়া মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনা বেড়েই চলেছে। সব সনাতন ধর্মের লোকজনকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তা জোরদার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হয়।
সমাবেশে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
ক। সংখ্যালঘু নির্যাতনের বিচার জন্য নিরপেক্ষ তদন্ত তদন্ত কমিশন গঠন
খ। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন
গ। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন
ঘ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করা
ঙ। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন
চ। সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য হোস্টেল কক্ষ বরাদ্দ করা
ছ। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা ও
জ। দুর্গাপূজায় ৫ দিন ছুটি।