কয়েক ঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে মারল আল-কায়েদা
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী কয়েক ঘণ্টার মধ্যে গুলি চালিয়ে ৬০০ জনকে হত্যা করেছে। গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থা নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম (জেএনআইএম) গত আগস্টে বারসালোঘো শহরে হামলা চালিয়ে ৬০০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পশ্চিম আফ্রিকার দেশটিতে এটিকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে জানানো হয়, বারসালোঘো শহরে জঙ্গিদের হামলায় ২০০ জন নিহত হয়েছে। পরে জেএনআইএমের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রায় ৩০০ যোদ্ধাকে হত্যা করেছে। তবে ফ্রান্সের সরকারের তথ্যের বরাত দিয়ে সিএনএন জানায়, ছয় শতাধিক মানুষকে সেদিন কয়েক ঘণ্টার মধ্যে গুলি করে হত্যা করা হয়।
হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, হামলাকারী মোটরসাইকেল দিয়ে এসে হামলা করেছিল। এই হামলায় তাঁর পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
জঙ্গিদের থেকে নিরাপদে থাকতে সম্প্রতি বারসালোঘো শহরে পরিখা খননের নির্দেশ দিয়েছিল বুরকিনা ফাসোর সেনাবাহিনী।
বেসরকারি সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) হামলায় প্রায় ৪ হাজার জন নিহত হয়েছে।
বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি হলো বুরকিনা ফাসো। ২০১৫ সাল থেকে দেশটিতে জঙ্গিদের হামলায় ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।