আশাশুনিতে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাঞ্চল্যকর কৃষক জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম লাল্টুকে(৪২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে তাকে
মাগুরা জেলার সদর থানার রাহাতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম (৪২) জেলার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের ৮সেপ্টেস্বর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিমের চাচাতো ভাইয়ের বাড়িতে গ্রেফতারকৃত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা একত্রে মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আঃ ছালামকে মারতে তার বাড়িতে আক্রমন করে। ওই সময় চাচাতো ভাইয়ের ডাকচিৎকারে ভিকটিম বাধা দিতে গেলে প্রধান আসামী মোঃ নজরুল ইসলামসহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সাথে ভিকটিমের কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয় । হাতাহাতির একপর্যায়ে আসামীরা লোহার রড ও লাঠি মারাপিট শুরু করে এতে কৃষক জাকরিয়া গুরুতর আহত হয়।পরবর্তীতে ডাকরিয়ার বড় ভাই ইউনুস আলী সরদার ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে উদ্ধার করে আশাশুনি উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।এর পর জাকারিয়া সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
র্যাব আরো জানায়, এ ঘটনায় ভিকটিম এর বড় ভাই মোঃ ইউনুস আলী সরদার বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তার করে।
সাতক্ষীর র্যব ৬-কোম্পানি কমান্ডার এ. এস পি তানভির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।