আশাশুনির পল্লীতে পার্টনার গরু ব্যবসায়ীর বিরুদ্ধে ৩০ লক্ষাধিক টাকা নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ
স্টাফ রিপোর্টার: আশাশুনির পল্লীতে পার্টনার গরু ব্যবসায়ীর বিরুদ্ধে ৩০ লক্ষাধিক টাকা নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক ওই গরুর ব্যবসায়ীর বিরুদ্ধে আশাশুনির থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী গোজুয়াকাটি গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে নরেন সরকার জানান, একই গ্রামের মৃত কুন্টু মন্ডলের ছেলে নিরাঞ্জন মন্ডলের সাথে গত তিন বছর ধরে পার্টনারের গরু ব্যবসা করে আসছে।সে সুবাদে এলাকা থেকে নগদে ও বাকীতে গরু ক্রয় করা হতো। আমি লেখাপড়া জানি না বিধায় ব্যবসার সকল টাকা খাতা পত্র নিরাঞ্জনের কাছে থাকতো।গত ২৫শে সেপ্টেম্বর বকেয়াকৃত ৫ লক্ষ টাকা আদায় এবং তার কাছে থাকা আমাদের ব্যবসায়ীক মূলধন ২৫ লক্ষ টাকা সব মিলেই ৩০ লক্ষাধিক টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। গত দশদিন ধরে তার ব্যবহৃত ফোনটি বন্ধ রয়েছে। পাওনাদার আমার বাড়ি এসে উৎপাত করছে। ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান, নরেন ও নিরাঞ্জন পার্টনারের গরুর ব্যবসা কত দীর্ঘ দিন ধরে। তবে সম্প্রতি শুনেছি টাকার কোন ঝামেলা নিয়ে এলাকার ছেড়ে গা ঢাকা দিয়েছেন নিরাঞ্জন। তবে আমার পরিষদে কেউ কোন অভিযোগ করেনি।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে অভিযুক্ত নিরাঞ্জনের ফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।