সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার (হাফেজি বিভাগ) ছাত্রদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রতিষ্ঠানের নিজস্ব কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে ছাত্রদের কোরআন শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ এবং নতুন হাফেজদের সবক গ্রহন করা হয়। অনুষ্ঠানে সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার সভাপতি মো. ইব্রাহিম খলীলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সদস্য মো. জাহাঙ্গীর কবির, প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহমান, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মো. আমিনুল ইসলাম, সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার হাফেজ মো. মাছুম বিল্লাহ প্রমুখ। এসময় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে কোরআন শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করেন এবং তাঁদের নৈতিক ও চারিত্রিক উন্নতিসহ তিনজন শিক্ষার্থীকে কোরআন শরীফ প্রদান ও তাদের ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণের জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. শফিকুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহমান।