মুন্সীগঞ্জ কারিতাসের নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন:
বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব” প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷ ২৯ সেপ্টম্বর ২০২৪ তারিখ সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কচুখালী রিসোর্স সেন্টারে CIMMS প্রকল্পের আওতায় নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে অতিথি ছিলেন, কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের CIMMSপ্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. তন্ময় বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড অফিসার পথিক কুমার মন্ডল, ইউডিএফ সুজন সেন, শরিফুল ইসলাম, ইলিয়াস তরফদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি,শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ ৷এ সময় কারিতাস বাংলাদেশের কার্যক্রম সহ জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানব পাচারের বিভিন্ন আলোচনা তুলে ধরা হয় ৷
কারিতাস ১৯৬৭ সালে কারিতাস পাকিস্তানের পূর্ব শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭০ সালের নভেম্বরের ঘূর্ণিঝড়ের পরে এটি পুনরায় সংগঠিত হয় এবং CORR (খ্রিস্টান অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন) নামে পরিচিত হয় এবং ১৩ জানুয়ারী, ১৯৭১-এ একটি জাতীয় সংস্থার চরিত্র গ্রহণ করে। ১৯৭৬ সালে কারিতাস নামটি পুনরায় চালু করা হয়।
কারিতাস বাংলাদেশের ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে আটটি আঞ্চলিক বা (ডায়োসেসান) অফিস রয়েছে। এই সমস্ত জায়গায় কারিতাস একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে সমন্বিত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানব সম্পদ উন্নয়নে কাজ করছে। সমন্বিত মানব উন্নয়ন কাজের জন্য কারিতাস বর্তমানে ২০৮ টি উপজেলায় (উপজেলা) সীমাবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরী পরিস্থিতিতে কারিতাস দেশের যে কোন প্রান্তে কাজ করে।
কারিতাস বাংলাদেশ কারিতাস ইন্টারন্যাশনালিসের সদস্য, ২০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৬৫ টি কারিতাস সদস্য সংস্থার কনফেডারেশন।পরবর্তীতে কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের CIMMSপ্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. তন্ময় বিশ্বাস
নলেজ শেয়ারিং ওয়ার্কশপে গবেষণার উপর ব্যখ্যা করেন ৷ সিএমএলআরপি প্রকল্পের পিও ড. সান্তনু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা কারিতাসের প্রজেক্ট অফিসার মি. এন্ড্রিকো মন্ডল ৷