বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলায় বিলম্ব
স্পোর্টস ডেস্ক:
আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, কানপুর টেস্টের প্রথম তিন দিন থাকবে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠেই গড়ায়নি। দ্যি দলের খেলোয়াড়দের আপাতত তাই অপেক্ষা ছাড়া আর কিছুই করণীয় নেই।
বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, আম্পায়াররা ছাতা নিয়ে মাঠের অবস্থা দেখার জন্য নেমে পড়েন। মাঠের বেশিরভাগ অংশ ঢেকে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।
মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।