ঢাকায় কনসার্টের আগে জালের নতুন অ্যালবামের ঘোষণা
বিনোদন ডেস্ক:
‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে বুধবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে পাকিস্তানি ব্যান্ড জাল। আজ (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে এটি। যেখানে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকছে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।
এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন জাল ভোকালিস্ট গহর মমতাজ। এ সময় নতুন অ্যালবামের ঘোষণা দেন তিনি।
মুমতাজ জানান, প্রায় এক দশক পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। যেটির নাম রাখা হয়েছে ‘বারিশ’।
এই গায়ক বলেন, ‘‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, এটি আসছে ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন বারিশের গান শোনাব আপনাদের।’’
অন্যদিকে, আজ একইমঞ্চে ভাইকিংস তাদের ২৭ বছর পূর্তি উদযাপন করবে। সংবাদ সম্মেলনে ব্যান্ডটির ভোকালিস্ট তন্ময় তানসেন বলেন, ‘একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।’
এ ছাড়া আজকের এই কনসার্টের মধ্যে দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন। তাঁর ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট মার্ক বলেন, ‘ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।’
প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে ভাইকিংস ব্যান্ডের মার্চেন্ডাইজিং টি-শার্ট উন্মোচন করা হয়।
বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন ‘জাল’ ব্যান্ডের গহর মমতাজবাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন ‘জাল’ ব্যান্ডের গহর মমতাজ
কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। আয়োজকদর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘আদাত অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন করা হবে। জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।’