ইসরায়েলের হামলার পর খোঁজ পাওয়া যাচ্ছে না হিজবুল্লাহপ্রধানের
আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের একটি এলাকায় এ হামলা চালানো হয়। এরপর থেকে হিজবুল্লাহপ্রধানের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। গোষ্ঠীটির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে হামলার কয়েক ঘণ্টা পার হওয়ার পরেও হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের প্রধানের অবস্থান জানিয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি।
হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নাসরাল্লাহ জীবিত আছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজও জানিয়েছে, নিরাপদে আছেন হিজবুল্লাহপ্রধান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান তাঁর অবস্থান জানার চেষ্টা করছে।
এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বৈরুতে আবাসিক এলাকায় তেল আবিবের বিমান হামলায় শুক্রবার ৬ জন নিহত হন। আহত হয়েছে শতাধিক। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ হামলাকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় তেল আবিব ওয়াশিংটনের দেওয়া ৫ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে।
বৈরুতে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরইমধ্যে লেবাননে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘ।