প্লাবন রোধে ডুমুরিয়ায় সেচ্ছাশ্রমে বাধঁ নির্মান
ডুমুরিয়া প্রতিনিধিঃআকাশ বন্যায় ডুমুরিয়ার মির্জাপুর, খড়িয়া, সাজিয়াড়া, খলশী, মাধবকাঠীর উত্তর বিলে কয়েক হাজার মৎস্যঘের পানির নিচে। তলিয়ে গেছে হাজার হাজার বাড়ি। এর মধ্যে বাধঁ ভেঙ্গে এ বিলে পানি প্রবেশ করায় এসব এলাকার সিংহভাগ ঘর বাড়ি তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। তার ওপর অবিরাম বৃষ্টি মরার ওপর ঘড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। যে কারণে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আগে ঘোনার দাড়ার বাধঁ বাধাঁর কাজটি সেচ্ছাশ্রমে সম্পন্ন করেয়ে এলাকাবাসী। গতকাল ভারি বৃষ্টির মধ্যে কমপক্ষে ১০ গ্রামের মানুষ সেচ।সেচ্ছাশ্রমে বাধঁটি বেধেঁ দেয়। এসময়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে উৎসাহ দিতে ঘটনাস্হলে ছুটে যান। তিনি সকলের খোজঁ খবর নেন এবং কিছু শুকনা খাবার বিতরণ করেন। ব্যবস্হা করেন বালির বস্তার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উৎযাপন পনিষদের সভাপতি নির্মল বৈরাগী, আড়ংঘাটা থানার এস আই নূর ইসলাম, ইউপি সদস্য মোঃ লুৎফর মোড়ল, ইউপি সদস্য দিবাশীষ মন্ডল, আতাউর রহমান, নাসির সরদার প্রমুখ।
Please follow and like us: