ডুমুরিয়ায় শারদীয় দূর্গাপুজা উদযাপন লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আব্দুর রশিদঃডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১টায় উপজেলা সম্প্রসারণ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এসএম আশরাফ হোসেন , সেনাবাহিনীর সিনিয়র ওরেন্ট অফিসার জয়নাল আবেদীন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,উপজেলা দুর্গাপূজার উৎসব কমিটির সভাপতি নির্মাল বৈরাগী, ডুমুরিয়া পূজা উদযাপন ফোরান্ডের সভাপতি নিত্যনন্দন মন্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান শেখ দিদার হোসেন, শেখ হেলাল উদ্দিন, তুহিনুল ইসলাম তুহিন, সমারেশ মন্ডল, বাংলাদেশ জামায়াতি ইসলামী ডুমুরিয়া উপজেলা সভাপতি মাওলানা মুক্তার হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, আটলিয়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব আঢ্য,বান্দা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কুমার, মাগুর খালী ইউনিয়নের ফোরান্ডের সভাপতি অরুণ কুমার গোলদার, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ পরিমাল কুমার কুন্ডু, রুদাঘরা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, খর্নিয়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পাল, রংপুর ইউনিয়নের ফোরান্ডের নিলয় মন্ডল, উল্লেখ্য এবার ডুমুরিয়া উপজেলায় ২ শত ১টি মন্দীরে পূজা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি মূলক সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণীপেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। যানজট নিরসনসহ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। এবারের পুজায় পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে বক্তারা জানান।
Please follow and like us: