জেলার শ্রেষ্ঠ বাওচাষ প্রাইমারী স্কুল পরিদর্শনে জেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা
জি এম মুজিবুর রহমান ঃ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আশাশুনির বাওচাষ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ। বুধবার বিদ্যালয়টির সার্বিক খোজ খবর নিতে বিদ্যালয়ে সরেজমিন গমন করেন।
উপজেলার শোভনালী ইউনিয়নের বাওচাষ সরকারি প্রাথমিক এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। জেলার সকল উপজেলা থেকে শ্রেষ্ঠ নির্বাচিত বিদ্যালয়ের তালিকা ও তথ্য জেলায় জমা হয়। জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যাচাই বাছাই কমিটি উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় সমূহের মধ্যে বাওচাষ বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে মনোনীত করেন। জেলা শ্রেষ্ঠ বিদ্যালয় পরিদর্শন করতে সরেজমিন গমন করেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাফফর উদ্দীন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশাশুনি মোঃ শাহজাহান আলী। কর্মকর্তাবৃন্দ পরিদর্শণকালে বিদ্যলয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দের সাথে কথা বলেন। বিদ্যালয়ের অবকাঠামো, ফুলগাছসহ সুদৃশ্য বাগান, সাজসজ্জা ও শিক্ষার্থীদের মান যাচাই করেন অতিথিবর্গ। তারা বিদ্যালয়ের সার্বিক দিক বিবেচনা করে বিদ্যালয়টি শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়ে যোগ্যস্থান পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।