আশাশুনিতে অপপ্রচারের প্রতিবাদে সাবেক শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি : অপপ্রচার ও কুৎসা রটিয়ে রাজনৈতিক ফায়দা লোটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিকদলেরর সাবেক নেতা আলমগীর হোসেন টুটুল। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্ঞান হবার পর থেকে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। অতীতের গণতন্ত্র রক্ষার আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণ আন্দোলনে রাজপথে থেকে স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছি। আমি বিগত ২০১৩-১৪ সালে উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও সর্বশেষ উপজেলা শ্রমিক দলের ১ নং সদস্য হিসেবে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে এসেছি। বিগত হাসিনা সরকারের আমলে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হামলা মামলায় আমি কখনও আহত ও নির্যাতিত হয়েছি। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর এক শ্রেণির কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।রাজনৈতিকভাবে প্রতিহত করতে আমাকে স্বেচ্ছাসেবকলীগের সদস্য হিসেবে একটি মিথ্যা বানোয়াট জাল কাগজের কমিটি তৈরী করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কখনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না বা বর্তমানেও নেই। তাই আমি এ সকল মিথ্যাচার ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে তৈরী করা কমিটি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি যাতে দেশ নায়ক তারেক রহমানের সৈনিক হিসেবে রাজপথে থেকে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে পারি সকল নেতৃবৃন্দের কাছে সেই সহযোগিতা কামনা করছি।