যশোরের বেনাপোলে ৫টি সোনার বার সহ আটক ১
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫টি সোনার বার সহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।বুধবার দুপুরে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কদম আলী বেনাপোল পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাঁচাবাজার এলাকায় মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকায় যাওয়ার সময় আটক কদম আলীর প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২,৩৮,০৫,৫০০/- (দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি’র উপ-অধিনায়ক মো. ফারজিন ফাহিম এসি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট সোপর্দ করা হয়েছে।