কানপুর টেস্ট হওয়ার সম্ভাবনা
স্পোর্টস ডেস্ক:আগামী শুক্রবার কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টের প্রথম দুদিনই থাকতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, কানপুর টেস্টের প্রথম দুই দিন বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে সেখানে আজ (বুধবার) সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯২ শতাংশ, শনিবার যে সম্ভাবনা ৮০ শতাংশ।
কানপুরে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আর সিরিজ জিততে হলে ভারতের স্রেফ ড্র করলেই চলবে।তবে বাংলাদেশের বিপক্ষে শুধু সিরিজ জেতার জন্য খেলবে না ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বাড়িয়ে নিতে নিশ্চয় জিততে চাইবে তারা। এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ২৮০ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।সেই উইকেটে অবশ্য কিছুটা ঘাস ছিল, প্রথম সেশনে উইকেটে আদ্রতা থাকায় বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। কিন্তু কানপুরের উইকেট একটু অন্যরকম হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এছাড়া বৃষ্টির প্রভাবও থাকতে পারে। ঐতিহ্যগতভাবে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক। তবে ম্যাচের সময় যত গড়াবে, উইকেটের আচরণও তত পাল্টাতে শুরু করবে। ধীরে ধীরে উইকেটে সুবিধা পেতে শুরু করবে স্পিনাররা।