গুলিতে মারা যাননি আবু সাঈদ, ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাঈদ।
সম্প্রতি প্রকাশ হওয়া সেই রিপোর্ট বলছে- গুলিতে নয়- মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাঈদ।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু সাঈদ।
আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলাই তদন্ত করছে পিবিআই।
Please follow and like us: