ভোট গণনার রাতে শ্রীলংকায় কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক:
শান্তিপূর্ণভাবেই শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার দেশটিতে সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সহিংসতা এড়াতে শনিবার দিবাগত রাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। রোববার ফল ঘোষণার কথা রয়েছে।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ৩৮ জন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে রনিল বিক্রমাসিংহে, বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা এবং মার্কসবাদী প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বীতা হবে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু এবং তা শেষ হয় বিকাল ৪টায়। ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা এড়াতে শনিবার রাত ১ টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। জননিরাপত্তা অধ্যাদেশের অধীনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এই সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার জন্য এই কারফিউ জারি করা হয়েছে। পুলিশ কারফিউ চলাকালে সাধারণ জনগণকে তাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।