বেঁচে গেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক:
রবীন্দ্র জাদেজার বলে ছিল বাড়তি বাউন্স। এগিয়ে এসে শট নিতে ব্যর্থ হন সাকিব আল হাসান। বল গ্লাভসবন্দী করতে রিশভ পান্ট পুরোপুরি ব্যর্থ হন। ব্যক্তিগত ১৭ রানে জীবন পাওয়া সাকিব এখনো ক্রিজে রয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের চতুর্থ দিন ৫১৫ রানের বিশাল লক্ষ্য তড়ায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। আগের দিন ফিফটি পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৪ ও সাকিব ২৫ রানে ক্রিজে আছেন।
নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হয় সফরকারীরা।
বাংলাদেশ ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আরম্ভ করে। বাইশ গজে থাকা শান্ত ও সাকিব পঞ্চম উইকেটে এরই মধ্যে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
প্রথম ঘণ্টায় জাসপ্রিত বুমরার একটি বল সাকিবের আঙুলে লাগায় ফিজিওকেও মাঠে আসতে হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক ব্যাটিং করছেন।