তালায় ব্র্যাকের যক্ষ্মারোগ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি ::তালায় ব্র্যাকের যক্ষ্মারোগ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাকের যক্ষ্মারোগ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। ওরিয়েন্টেশনে মূল কথাগুলি তুলে ধরেন ব্র্যাকের সংশ্লিষ্ট প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ ও তালা থানার এসআই মোঃ খলিলুর রহমান। এ সময় ব্র্যাকের তালা এরিয়া ম্যানেজার সুজন বাড়ৈ, আলীমুজ্জামান, রহিমা খাতুন, মোঃ জালাল, মামুন হোসেনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় যক্ষ্মারোগের পাশাপাশি এইচআইভি/এইডস, ম্যালেরিয়া, ডেঙ্গু জ¦র, ডায়রিয়া রোগ ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)