ডুমুরিয়ায় সম্পূর্ণ প্লাবিত বিলপাটিয়ায় ইউএনও’র ত্রান বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি: অতিবৃষ্টিতে আকাশ বন্যায় ডুমুরিয়ার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেঁসে গেছে হাজার হাজার মৎস্য ঘের। ক্ষতি হয়েছে মৎস্যঘেরের সকল প্রকার সবজি। অনেক গবাদি পশু মারা গেছে। উপজেলার সবচেয়ে বেশি পানিতে তলিয়ে গেছে বিলপাটিয়া এলাকা। গতকাল বুধবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরেজমিনে সম্পূর্ণ পানির নিচে বিলপাটিয়া এলাকা পরিদর্শনে যান। তিনি অনাহারে-অর্ধাহারে থাকা এলাকাবাসীকে এসমেয় ত্রান হিসেবে কিছু চাল ও শুকনা খাবার বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, মোঃ বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন, আবুল হোসেন, মিঠুন মন্ডল, রকিবুল ইসলাম রাকিব, শহিদুল ইসলাম, মাছুম শেখ প্রমুখ।
Please follow and like us: