শাবিপ্রবিতে মন্দির নির্মাণকাজ শুরু করায় নিষিদ্ধ হলো স্থাপনা নির্মাণ
অনলাইন ডেস্ক:
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরেরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো স্থানে ব্যক্তি বা সামষ্টিক উদ্যোগে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণকাজ প্রশাসনের অনুমতি ব্যতীত করা যাবে না। উল্লেখিত বিষয় লঙ্ঘিত হলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা প্রশাসনের অনুমতি না নিয়েই নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মন্দির নির্মাণকাজ শুরু করার ঘটনায় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।