সাতক্ষীরায় ভারী বর্ষনে বেতনা নদীর বেঁড়ীবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি:ভেসে গেছে হাজার হাজার মাছের ঘের
নিজস্ব প্রতিনিধি:
মৌসুমী নিন্মচাপের ফলে সাতক্ষীরায় ভারী বর্ষন অব্যাহত রয়েছে। আজ সোমবার ভোর থেকেও জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সন্ধ্যায় শহরের অদুরে বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়ীবাধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। এর ফলে লাবসা ইউনিয়ন ও তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
এদিকে তিন দিনের টানা ভারী বর্ষনে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিন্মা ল। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। প্লাবিত হয়েছে বাড়ীঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকাপাট ও ফসলি জমি। ভারীবর্ষনে সাতক্ষীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলনি, মাছখোলা, সাল্যে, গদাইবিল, রাজারবাগান, কামাননগর, কাটিয়াসহ শহরের বেশীরভাগ নিন্মা লের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দুর্ভোগে পড়েছেন জলাবদ্ধতা এলকার বাসিন্দারা।শহরতলীর বিনেরপোতা, গোপীনাথপুর, মাগুরা, খেজুরডাঙ্গা ও তালতলা এলাকার নিন্মা ল প্লাবিত হয়েছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট পানির নিচে ডুবে রয়েছে।
সাতক্ষীরা শহরে পানিতে তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।
সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত তিনদিনে সাতক্ষীরায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।