এখন যে অবস্থায় গভীর নিম্নচাপ
অনলাইন ডেস্ক:
দুর্বল হতে শুরু করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপটি। ভারতের গাঙ্গেয় এলাকা হয়ে গভীর স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে।
সোমবার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ও আগামীকাল মঙ্গলবার ঢাকায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবুল কালাম মল্লিক জানান, গভীর স্থল নিম্নচাপটি দুর্বল হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত অনেক কমেছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তবে খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে বলেও জানান আবুল কালাম মল্লিক।
ঢাকায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, গত দুদিন রাজধানীতে টানা বৃষ্টি থাকলেও আজ সকাল থেকে বৃষ্টি নেই। মেঘলা আকাশে দেখা মেলেনি রোদেরও। সরকারি ছুটি হওয়ার কারণে সড়কে যানবাহনের সংখ্যাও কম।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে না। অর্থাৎ আগামী কয়েকদিন দেশে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।