সাতক্ষীরায় আন্তঃসীমান্ত শিশু যৌন পাচার ও উদ্ধারপ্রাপ্তদের অবহিতকরন সভা
রঘুনাথ খাঁ ঃ ভারত , নেপাল ও বাংলাদেশে আন্তঃসীমান্ত শিশু যৌন পাচার ও উদ্ধার প্রাপ্তদের পূণঃ পাচার হ্রাস করার লক্ষ্যে প্রকল্প মুক্তি সাউথ এশিয়া” অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় মানবাধিকার সংগঠণ রাইটস যশোরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ । প্রকল্পের সফলতার লক্ষ্যে মতামত তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, জেলা শিমু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাড. জিএম লুৎফর রহমান প্রমুখ।বক্তারা আন্তঃসীমান্ত শিশু যৌন পাচার ও উদ্ধারপ্রাপ্তদের পূণঃ পাচার হ্রাস করতে ইউনিয়ন পর্যায়ে বোর্ড গঠণের উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় রাইটস যশোরের সাইফুল ইসলামসহ বিভিন্ন সংগঠণের সদস্যরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রইটস যশোরের কর্মকর্তা আজাহারুল ইসলাম।