পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কেইকো ফুজিমোরি।
আলবার্তো ৯০ এর দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখেন। তবে পরে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে মানবাধিকার লঙ্ঘনের জন্য কারাগারে যেতে হয়েছিল তাকে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আলবার্তো ফুজিমোরির মৃত্যু ঘোষণার পর তার বাড়িতে জড়ো হতে থাকেন অনুরাগীরা। এদিন সকালেই অনেকে দেখতে এসেছিলেন তাকে। তখন আলবার্তোর অবস্থা গুরুতর ছিল।
আলবার্তোর মেয়ে কেইকো ফুজিমোরি এক্সে এক বার্তায় বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধের পর বাবা মারা গেছেন। বাকি ভাই–বোনেরাও বিষয়টি নিশ্চিত করছেন।
জাপানি অভিবাসী দম্পতির ছেলে আলবার্তো এক সময় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বল্প পরিচিত চ্যান্সেলর ছিলেন। তিনি দ্রুত নিজেকে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তোর মৃত্যুর পর কংগ্রেসওম্যান মার্থা মোয়ানো কেইকো তার বাড়িতে পৌঁছেছেন।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট ছিলেন আলবার্তো। ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে ২০০৯ সালে তাঁকে ২৫ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালে চিলি থেকে আলবার্তোকে পেরুর কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে ১৬ বছর কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে কারাগার থেকে মুক্ত হন সাবেক এই প্রেসিডেন্ট।