হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জামায়াতে অন্তর্ভুক্ত করার বিষয়টি ভুয়া
অনলাইন ডেস্ক:
লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্য পদে অন্তর্ভুক্তির নামে ধর্মান্তরিত করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ তুলে ধরেছে। আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। এটি এটি অপপ্রচার বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো সারাদেশে প্রাথমিক সদস্য পদ সংগ্রহের অভিযান শুরু করেছে।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল আহাদ আজমের নেতৃত্বে ৩-৪ জন নেতাকর্মী খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ২৫-৩০ জনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সেসময় তারা হিন্দুদের মন্দিরে নগদ অর্থ সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আরো জানা গেছে, ঐদিন ইউনিয়ন জামায়াতের আমির উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষকে জামায়াতে ইসলামীর আদর্শ ও তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে অবগত করেন। তারা সংগঠনের গঠনতন্ত্রের ১২ নম্বর ধারা তাদের পাঠ করে শোনান।
এদিকে এ বিষয়টি নিয়ে বিতর্কিত কিছু লেখক-লেখিকা ও কট্ররপন্থি মানুষ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ধর্মান্তরিত করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন।
এ ধরনের অপপ্রচারকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং বহিঃর্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র বলে অনেকে মনে করছেন।