প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছে নারীদের টি-২০ বিশ্বকাপের আসর। চলতি মাসের শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আসার কথা থাকলেও সেই সফর বাতিল হয়ে যায়। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও ঢাকায় হচ্ছে না। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার আসা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তুমুল আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গে পরামর্শের প্রেক্ষিতে এই সপ্তাহের শেষ দিকে প্রোটিয়াদের সফরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী সিরিজটি আগামী ২১ অক্টোবর থেকে শুরুর কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার সফরে আসাটা নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনের উপর নির্ভর করছে। এরই মধ্যে সেই প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
সিএসএ’র একটি সূত্র ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা আশাবাদী, তারা সফরে যেতে পারবে। তবে বোর্ডের পক্ষ থেকে জোর দিয়ে জানানো জয়, নিরাপত্তা মূল্যায়নে কোনো ঝুঁকি চিহ্নিত হলে তারা সফর করবে না।
সম্মিলিত সিদ্ধান্তের উপর বাংলাদেশে আসার ব্যাপারে আসবে সিদ্ধান্ত। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা, সেটির উপর বিষয়টি ছেড়ে দেবে সিএসএ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন পরিস্থিতিতে কেমন তৎপরতা চালায়, এটিও এখন দেখার বিষয়।