দলে জায়গা না পেয়ে অবসরে মঈন আলী
স্পোর্টস ডেস্ক:
এ মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর। নিজের শেষ দেখে ফেলায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করে মঈন আলী বলেছেন, ‘আমার বয়স এখন ৩৭ বছর এবং এ মাসের অস্ট্রেলিয়া সিরিজে জায়গাও হয়নি। ইংল্যান্ডের হয়ে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখন সময়টা নতুন প্রজন্মের- এভাবেই আমার কাছে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। তাই আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। (ইংল্যান্ডের হয়ে) আমার অধ্যায়ের এখানেই সমাপ্তি।’
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই অভিষেক হয় মঈন আলীর। এরপর দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন মঈন আলী। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ২৯৮ ম্যাচে ২৮ হাফসেঞ্চুরি ও ৮ সেঞ্চুরিতে ৬৬৭৮ রান এবং ৩৬৬ উইকেট নিয়েছেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল মঈন আলীর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
অবসরের ঘোষণার সময় নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে মঈন আলী বলেছেন, ‘আমি ভীষণ গর্বিত। যখন আপনি ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার খেলতে নামছেন, তখন জানবেন না সামনে কতগুলো ম্যাচ খেলতে যাচ্ছেন। সেখানে প্রায় ৩০০ এর মতো ম্যাচ খেলা… প্রথম দিকে আমি বলতে গেলে শুধু টেস্টই খেলতাম। একবার মরগান ওয়ানডে ক্রিকেটে ডাক দিলেন, সেটা ছিল আরও মজার। তবে সত্যি বলতে, টেস্ট ক্রিকেটই সত্যিকারের ক্রিকেট।’
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মঈন। এ প্রসঙ্গে ডানহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘এখন কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা। কারণ আমি খেলতে ভালোবাসি। তবে কোচিংটা অবশ্যই করতে চাই। এক্ষেত্রে অন্যতম সেরা হতে চাই আমি। বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি লোকজন যেন আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে মনে রাখে। আমি কিছু ভালো শটস খেলেছি আবার খারাপ শটসও। তার পরও মনে করি, লোকজন আমাকে দেখে উপভোগই করেছে।’