তালায় দীর্ঘ ২০ বছর পর সাবেক বিএনপির সংসদ সদস্যের আগমন উপলক্ষে সমাবেশ
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘ ২০ বছর পর সাবেক (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলামের আগমন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) উপজেলার কুমিরা ম্যাধমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তালা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য কারামুক্ত জননেতা ও কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম। সূত্রে জানা যায়,২০০২ সালের কথিত শেখ হাসিনার গাড়ি বহর হামলার মামলায় ২০১৫ সালে আদালত তাকে ৭০ বছর সাজা দেয়। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবি আদায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। ফলে দীর্ঘ তিন বছর চার মাস কারাবাসের পর অন্তবর্তীকালীন সরকারের অধীনে গত ৩ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। মুক্তি লাভের পর প্রথমে তালা উপজেলার সমাবেশে অংশগ্রহণ করেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিটির নেতা চন্দ্র কুমার কুন্ডু,রংপুর বিভাগীয় কমিটির সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক,শফিকুল ইসলাম তুহিন,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও তারিকুল আহসান,সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলামের সহধর্মিনী এড.শাহানারা পারভিন বকুলকুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি মাফিয়াদের সাথে হাত মেলায়নি। আমার কানাডার ও আমেরিকার ভিসা ছিল। কিন্তু আমি আপনাদের ভালোবাসার কারণে ছেড়ে দেশ নেত্রীবেগম খালেদা জিয়ার কারণে আমার বিবেক রাজি হয়নি। আমি নির্দোষ ছিলাম। আমার কোন ভয় নাই। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে বিএনপি জামায়াত একাত্মতা ঘোষণা করে। আমাদের অনেক নেতা কর্মী সে সময় শহীদ হয়। আবু সাঈদ,মুগ্ধ সহ সকল শহীদের বীর হিসেবে ঘোষণার দাবি করেন। তিনি আরও বলেন,৫০ লক্ষ মামলা দিয়েছে। আলেম ওলামা সহ সাধারণ জামাত বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এই সরকার কি আর ফিরতে পারে বলে জনগণের উদ্দেশে প্রশ্ন করেন। তাই বলে কি আমরা আওয়ামী লীগের উপর নির্যাতন করব?না। এখন দেশ গঠনের সময়। তারুণ্যের উচ্ছ্বাসে আগামী বাংলাদেশ গঠন করার অঙ্গীকার করেন তিনি।লাখো জনতার এই সমাবেশের কারণে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় দুই ঘন্টা যানজটে আটকে ছিল বলেন জানান, ট্রাক চালক গাজী লিঠু। সমাবেশ উপলক্ষে আগত খলিলনগর যুবদল নেতা ফারুক হোসেন (৪২) নামক এক যুবক স্টোক করে মৃত্যু বরণ করেন।এসময় ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক ও কৃষক দল সহ পিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।