সাতক্ষীরা মীর মোস্তাক আহমেদ রবি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি!
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বৈকারি ইউনিয়নে মীর মোস্তাক আহমেদ রবি কলেজের অধ্যক্ষ মো: জাহিরুল আলমের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ন অবৈধ সার্টিফিকেটে চাকুরি করা, ৪ কোটি টাকা দূর্নীতি, টেন্ডার ছাড়া ৪৮০টি আমগাছ কাটা সহ নানাবিধ অভিযোগ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গত ৫ই আগস্ট সরকারের পতনের পর থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন ওই অধ্যক্ষ।
এসব অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ মো: জাহিরুল আলমের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারন শিক্ষার্থীবৃন্দ। সোমবার(২ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কলেজটির এমপিও বঞ্চিত প্রভাষক আবুল কালাম, লিয়াকত আলী, শাজাহান কবির, নাসির উদ্দিন, জিলানী মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ নামের যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ওই অধ্যক্ষ হাজির করেছেন তা অবৈধ। কারন ইউজিসি কর্তৃক ওই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেই, একইসাথে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর সহ কোনকিছুরই অস্তিত্ব নেই। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী ওই প্রতিষ্ঠানটির সনদ অবৈধ বলে ঘোষনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এছাড়া তার বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগ ও গাছ কাটা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অবিলম্বে তার পদত্যাগ চেয়েছেন বক্তারা।