টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আগের টেস্টের একাদশে এসেছে একটি পরিবর্তন। পেস আক্রমণে শরিফুল ইসলামের পরিবর্তে মাঠে নামবেন তাসকিন আহমেদ।পাকিস্তানের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। মীর হামজা ও আবরার আহমেদ দ্বিতীয় টেস্টে খেলতে নামবেন। পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ বাদ পড়েছেন। সকাল ১০টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হবে। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা মাঠে গড়ায়নি। সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ নাহিদ রানা। পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররাম শাহজাদ।