কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়ার প্রাইভেটকারটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের ব্যবহৃত প্রাইভেটকারটি দুর্বৃত্তরা প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরা সদরের কাশেমপুরে (সিটি কলেজের পিছনে) এ ঘটনা ঘটে। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন জানান, গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর ওই রাতেই তার বাড়ি ঘরে লুটপাট ও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এ সময় ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ-১২-০৪১০) নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া হন। তার বাবার হত্যকারিরা এ কাজ করেছে মর্মে তিনি সেনা ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তার মা বাদি হয়ে আদালতে মামলা করেন। দুই সপ্তাহ আগে তিনি বাড়িতে ফিরলে তাকে আবারো হত্যার হুমকি দিলে গভীর রাতে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। গত ১৭ আগষ্ট থেকে তার প্রাইভেটকারটি সাতক্ষীরা সিটি কলেজের পিছনে কওছার মুহুরীর ভাড়াটিয়া নেঙ্গী গ্রামের আজিজুর রহমানের জিম্মায় রেখেছিলেন তিনি। গাড়িটি ভাল রাখার সুবিধার্থে তিনি তার বাবা হত্যা মামলার ১৬ নং আসামী আজগার আলীকে দিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে স্টার্ট করিয়েছিলেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ওই প্রাইভেটকারটি প্রেট্রোলের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাবার হত্যাকারিরা এ কাজ করেছে বলে তিনি মনে করেন।এদিকে সাতক্ষীরা সদরের লাবসা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের জলিল মোড়লের ছেলে ইউনুছ মোড়ল বহু লোকের কাছ থেকে সুদে বা বিভিন্ন কৌশলে টাকা নিয়ে ফেরত দিতে ব্যর্থ হয়ে কয়েক বছর যাবৎ সদরের তালতলা ইকতাদুল কালাম এর মার্কেটে চায়ের দোকান করে পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। ড্রাইভার আজগার আলী চেয়ারম্যান সাফিয়ার প্রাইভেটকার সম্পর্কে মোশারাফ চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম আসামী ডাকাত ইয়ার আলী, বাহার আলী ও জহুর আলীসহ কয়েকজনকে অবহিত করেন। তারা সন্ধ্যার আগেই তালতলায় এসে ইউনুসের সঙ্গে দেখা করে দীর্ঘ রাত তার বাসায় অবস্থান করে চেয়ারম্যান সাফিয়ার প্রাইভেটকারটি জ্বালিয়ে দিয়ে শনিবার সকালে এলাকায় ফিরে যায়।