রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশকে অনুসরণ করা হচ্ছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক:
আরজি কর হাসপাতালের নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে বুধবার ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। আর এর তিনি জন্য সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। মমতা বলেন, ক্ষমতা তোমাদের হাতে, ধর্ষণ করলে ফাঁসির আইন কেন করছো না?
মুখ্যমন্ত্রীয় বক্তব্য, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি তাদের (বাংলাদেশি) ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ-ভারত আলাদা রাষ্ট্র।
বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডের জনসভা থেকে এমন মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে তিনি বলেন, মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগালে আপনার চেয়ারও টলমলে করে দেবো। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খান্ড, আর দিল্লি থেমে থাকবে না।
মমতা আরও বলেন, আমি জানি না মোদি বাবু আপনি আমাকে কতটা চেনেন। আপনার পার্টি যতই ফান্ডিং করুক, অনেককেই ফান্ডিং করছেন; আপনার সেই খবর আমরা রাখি। মনে রাখবেন ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো।