দেশে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির হিড়িক
ডেস্ক রিপোর্ট:দেশীয় মা ও পোনা মাছ নিধনে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাট-বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল। এদিকে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন হাট-বাজারে কারেন্ট জাল বিক্রি করছে। জেলে ও মাছ প্রেমীরা কারেন্ট জাল কিনে দিন-রাত মা এবং পোনা মাছ নিধন করে তা বিক্রি করছেন। সু-স্বাদু দেশীয় মা ও পোনা মাছ হাট-বাজারে চড়া দামে ক্রয় করছেন ক্রেতারা।বন্যার পানিতে উপজেলার নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু জলাশয় অনেক আগেই ডুবে গেছে। ওইসব নিচু জলাশয়ে দেশি পুঁটি, টেংরা, শিং, গছি, টাকি, কই, মাগুর, খলিশা, পাপদা, মলা মাছ ব্যাপক হারে বংশবৃদ্ধি করেছে। মা ও পোনা মাছ ধরার জন্য জেলে ও মাছ প্রেমীরা ব্যবহার করছেন নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল। বিভিন্ন হাট-বাজারের মাছ বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি মা ও পোনা মাছের আমদানি অনেক বেশি। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ওইসব দেশি মা ও পোনা মাছ। আর এসব মাছ ধরতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল।সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার সমেসপুরহাটে কারেন্ট জাল কিনতে আসা নজরুল ইসলাম জানান, বাড়ির আশপাশ নিচু জলাশয়ে দেশি মাছের বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নিজের খাবারের জন্য পোনামাছ ধরতে কারেন্ট জাল নিতে এসেছি। কারেন্ট জাল দিয়ে অল্প সময়ের মধ্যে অনেক মাছ ধরা যায়।তিনি বলেন, ১০০ হাত তৈরি করা কারেন্ট জাল বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়।কারেন্ট জাল বিক্রেতা আবু তালহা বলেন, কারেন্ট জাল বিক্রি করা অন্যায়। তারপরও জীবন বাঁচানোর তাগিদে চুরি করে গোপনে বিক্রি করে থাকি। হাট ইজারাদারদের সঙ্গে আলোচনা করে প্রতিটি হাট-বাজারে বিক্রি করছি। অনেক সময় জরিমানা গুনতে হয়। প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যেতে হয়।সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান বলেন, দুর্যোগের কারণে কিছুদিন থেমে থাকলেও হয়তো এখন আবার বেপরোয়া হয়েছে উঠছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। সবাইকে বলে দিচ্ছি, কোনো ক্রমেই কেউ যেন নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করতে না পারে।তিনি আরো বলেন, মা ও পোনা মাছ ধরা এবং কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ। এ সংক্রান্ত প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মাছ প্রেমীরা কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার করে আসছেন। এরই মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন জলাশয় থেকে কারেন্ট জাল উদ্ধার করে তা আগুন দিয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে।