সাতক্ষীরায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা
রঘুনাথ খাঁ:
ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মতিথি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এ সভা আয়োজন করে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা শাকার সহসভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান। বিশেষ অতিথির বক্তব্য দে, জন্মষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিশ্বনাথ ঘোষ, যুগ্ম আহবায়ক দীনবন্ধু মিত্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার সাধু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাতক্ষীরা শাখার সহসভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধু হিন্দু ধর্মালম্বীদের নয়, সারা বিশ্বের সৃষ্টির কল্যানে কাজ করে গেছেন। দুষ্টের দমন আর শিষ্টের পালন ছিল তার মূল কথা।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম দাস সোনা, প্রভাষক বাসুদেব সিংহ, সমরেশ কুমার দাস ।
সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় মন্দির কমিটির পক্ষ থেকে বণ্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল গঠণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।