বিপদসীমার ওপরে গোমতীর পানি
ডেস্ক রিপোর্ট:ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তীব্র স্রোতে গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লা জেলার ১৪টি উপজেলা প্লাবিত হওয়ার খবর দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। এতে দিশাহারা হয়ে ঘরবাড়ি ফেলে প্রাণে বাঁচতে মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এখনো বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বুড়িচংসহ বিভিন্ন এলাকায় কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দি।নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা সাদিক হোসেন মামুন বলেন, কয়েক দিন ধরে গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের নির্ঘুম রাত কাটে। গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধও নরম হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে লোকের এমন কথা শুনে ভয় লাগছে তাদের। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে গতকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি সেকেন্ড দুশ্চিন্তায় কাটছে। কখন না জানি নদী ভেঙে পানি ঢুকে যায়।রোববার সরেজমিনে কুমিল্লার গোমতী নদীর বিবির বাজার, চানপুর ও ভাটপাড়া এলাকায় দেখা গেছে, নদীরক্ষা বাঁধে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। এক স্বেচ্ছাসেবী বলেন, পাঁচশতাধিক স্বেচ্ছাসেবী বাঁধ রক্ষায় কাজ করছেন। সবাই সচেতন হলে শহর রক্ষা বাঁধটিকে রক্ষা করা সম্ভব হবে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী বলেন, ১৭টি উপজেলার মধ্যে চান্দিনা, হোমনা এবং মেঘনা উপজেলা বাদে বাকি ১৪টি উপজেলা তলিয়েছে বানের পানিতে। সরকারি হিসাবে জেলায় মোট ৭ লাখ ৯৩ হাজার ১৪২ জন ক্ষতিগ্রস্ত হলেও বেসরকারি হিসেবে তা ১০ লাখের কাছাকাছি। চলমান বন্যায় জেলায় মোট ১ লাখ ৬৩ হাজার ৪২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারিভাবে ১ হাজার ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও নগদ ৪৫ লাখ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।তিনি আরো জানান, জেলাজুড়ে ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৫৫ হাজারের মতো বানভাসী মানুষ আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ২৯২ পুরুষ, ২২ হাজার ১৯৭ নারী, ১২ হাজার ৫০৫ শিশু ও ২৮১ প্রতিবন্ধী আশ্রয় নিয়েছেন।