ডুমুরিয়া মেসার্স নন্দী ট্রেডিং-এ দূর্বৃত্তদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
আব্দুর রশিদ:ডুমুরিয়ার প্রাণকেন্দ্র বাণিজ্যিক চুকনগরের মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনে দূবৃত্তদের হামলায় ১০ কোটি ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী কৃষ্ণ নন্দী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের দিন আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে ৩/৪ শ দূবৃত্ত চুকনগরাস্হ আমার ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে ক্ষয়ক্ষতি করে। আমার উত্তরা ও হিরো মটরস এর ডিলার, মোটরসাইকেল পার্টস, রুপচাদাঁ সয়াবিন তেল, বাসমতি চাউল, রোড, সিমেন্ট, মিল, আনোয়ার শীর্টের ডিলার ব্যাবসা করি।দূবৃত্তরা আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করে, মোটরসাইকেল পার্টস,তেল, চাউল, টিন লুট করে নিয়ে যায়। ভাংচুরকৃত মটরসাইকেলের আনুমানিক মূল্য ২ কোটি ৪১ হাজার টাকা। লুটকৃত সয়াবিন ও সরিষা তেলের মূল্য ৩ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা, লুটকৃত বাসমতি চাউলের মূল্য ৫৬ লাখ টাকা, লুটকৃত মোটরসাইকেল পার্টস এর মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা, ভাংচুরকৃত শোরুমের গ্লাসের মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা, নিজেদের ব্যাবহারিত প্রাইভেট কারের মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা, নিজেদের ব্যাবহৃত মোটরসাইকেল এর মূল্য ২৪ লাখ ৬৫ হাজার টাকা, বাড়ি ও মন্দীরের ভাংচুরকৃত গ্লাসের মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। সর্বোমোট আনুমানিক আমার ১০ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।আমি দীর্ঘদিন সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছি। আমি বা আমার পূর্ব পুরুষেরা এতবড় নারকীয় ও বর্বরচিত ঘটনা দেখিনি। এ সময় দূবৃত্তরা আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট করেই ক্ষান্ত হয়নি তারা আমাদের পারিবারিক রাধা গোবিন্দ মন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে এবং প্রতিমার স্বর্ণ অলংকারও লুট করে নিয়ে গেছে।আমার ব্যাবসা প্রতিষ্ঠানের এমন ক্ষয়-ক্ষতি দেখে আমি এবং আমার পরিবারের সদস্যরা বাকরুদ্ধ ও হতভম্ব হয়ে পড়েছি। এঘটনায় ন্যায় বিচার চেয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।