ট্র্যাফোর্ড টেস্ট জিতল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে অল্প পুঁজির খেসারত দিতে হলো শ্রীলঙ্কাকে। জেমি স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানো ইংল্যান্ড জয়ের লক্ষ্যে নেমে ছোটখাটো ধাক্কা খেলেও তা কাটিয়ে ওঠে। জো রুটের প্রতিরোধ গড়া ব্যাটিংয়ে তারা প্রথম টেস্ট জিতেছে ৫ উইকেটে, তাও আবার একদিন হাতে রেখে। ৬ উইকেটে ২০৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ২০ রানে খেলতে নামা দিনেশ চান্ডিমাল হাফ সেঞ্চুরি ও ৫৭ রানে অপরাজিত নেমে কামিন্দু মেন্ডিস সেঞ্চুরি করেন।
দুজনের শতাধিক রানের জুটিতে শ্রীলঙ্কা লড়াই ধরে রাখে। কামিন্দু ১৮৩ বলে ১৫ চার ও ১ ছয়ে ১১৩ রানে থামেন। গাস অ্যাটকিনসন তাকে ফিরিয়ে ১১৭ রানের জুটি ভেঙে দেন। বাকি তিন উইকেট পড়েছে পাঁচ রানের ব্যবধানে।সফরকারীদের তিন উইকেটে দুটি টানা দুই ওভারে নেন ম্যাথু পটস। ১১৯ বলে ৭ চারে ৭৯ রানে শেষ ব্যাটার হয়ে আউট হন চান্ডিমাল। ৩২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।পটস ও ক্রিস ওকস ইংল্যান্ডের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান অ্যাটকিনসন।দ্বিতীয় সেশনের আধঘণ্টা যেতেই লঙ্কানদের গুটিয়ে দিয়ে ২০৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। চা বিরতির আগে ৭০ রানে তাদের ৩ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিল লঙ্কান বোলাররা। এরপর দাঁড়িয়ে যান জো রুট। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাল ধরেন তিনি। হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক। ৬৮ বলে ৩২ রান করে আউট হন ব্রুক। দলকে জেতানোর পথ সহজ করে দেন জেমি স্মিথ (৩৯)। রুটের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন তিনি। লক্ষ্য থেকে ইংল্যান্ড তখন মাত্র ২২ রান দূরে।প্রথম ইনিংসে ৮ রানের আক্ষেপে পোড়া রুট এবার ১০৮ বলে ফিফটি করেন। ৫৮তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নেন তিনি। ৫ উইকেটে ২০৫ রান করে ইংলিশরা। রুট ১২৮ বলে ২ চারে ৬২ রানে অপরাজিত ছিলেন। ৮ রানে খেলছিলেন ওকস।