রিজওয়ানের গ্লাভসে ধরা পড়লেন জাকির
স্পোর্টস ডেস্ক :উইকেটরক্ষকের দায়িত্ব পালনের সময় চোটের কারণে রাউয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। শেষ বিকেলে তার পরিবর্তে গ্লাভস হাতে সরফরাজ আহমেদ নামেন। তৃতীয় দিন সকালে অবশ্য রিজওয়ান খেলতে নেমে যান। তার হাতেই ধরা পড়ে ড্রেসিংরুমে ফিরেছেন জাকির হাসান। প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩৫ রান। সাদমান ইসলাম ১৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ রানে ক্রিজে আছেন।সফরকারীদের ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন ৫৮ বলে এক চারে ১২ রান করা জাকির। পেসার নাসিম শাহর অফ স্টাম্পের বেশ বলে খোঁচা মেরে তিনি রিজওয়ানের গ্লাভসবন্দি হন। বাঁ-দিকে অনেকটা ঝাপিয়ে পড়ে এক হাতে বল লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক। ভেঙে যায় ৩১ রানের উদ্বোধনী জুটি। এর আগে বৃহস্পতিবার স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে টিম টাইগার্স। বিনা উইকেটে ২৭ রান নিয়ে দলটি দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল।